সুখবর সুখবর সুখবর
আগামী ১৮ এপ্রিল থেকে জেলায় নিবন্ধন শুরু হয়ে চলবে ২২ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধনের কাজ চলবে। সরকারিভাবে হংকং, সিঙ্গাপুর, জর্ডান, মরিশাসসহ বেশকিছু দেশের জন্য এবার মহিলা গৃহকর্মী নিয়োগের লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে। হংকংয়ে হাউসকিপার পদে মাসিক ৪০ হাজার টাকা, সিঙ্গাপুরে মাসিক ২৪ হাজার টাকা, জর্ডানসহ মধ্যপ্রাচ্যে মাসিক ১৫ হাজার টাকা, মরিশাস ও জর্ডানসহ বেশকিছু দেশে বিভিন্ন কোম্পানিতে মাসিক ২৫ থেকে ৩০ হাজার টাকা। এছাড়া বিশ্বের সকল দেশে নার্স নিয়োগের জন্য মাসিক ৫০ হাজার থেকে ৮৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেয়া হবে। রেজিস্ট্রেশনের সময় জন্মনিবন্ধনের কপি সঙ্গে নিয়ে যেতে হবে। আগ্রহীরা সংশিস্নষ্ট ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোতে নাম নিবন্ধন করতে পারবে। আগ্রহী নারী কর্মীদের বাংলাদেশের নাগরিক, পেশাগত কাজে অভিজ্ঞতা, কর্মীর স্বাস্থ্য পরীক্ষার ফি, প্রশিক্ষণ ফি, ভিসা প্রসেসিং ফি, বহির্গমন ছাড়পত্র সংক্রান্ত ফি, ভ্রমণ কর ও সার্ভিস চার্জ ইত্যাদি বাবদ যেতে খরচ পড়বে ২০ হাজার টাকা । লটারীতে মনোনীত হওয়ার পর কনফার্মমেশন কার্ড, এমআরপি পাসপোর্ট অথবা আবেদনের ফটোকপি, শিক্ষগত যোগ্যতা এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশের সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, সদ্যতোলা তিনকপি পাসপোর্ট আকারের ছবি ও জনম নিবন্ধনের কপি জমা দিতে হবে। বিমানের টিকেট ভাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেয়া যাবে। সরকারিভাবে যাওয়ার জন্য কোনো কর্মী দালাল, মধ্যস্বত্বভোগী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনোপ্রকার আর্থিক লেনদেন করতে পারবেন না। নির্বাচিত কর্মীগণ বিদেশে গিয়ে যাতে কোনো সমস্যায় না পরে এবং সে দেশের আইন সম্পর্কে আগে থেকেই অবগত থাকেন সে লক্ষ্যে তাদের সংশিস্নষ্ট টিটিসিতে ২১ দিনের ট্রেনিং দেয়া হবে। এই ট্রেনিংয়ে ভাষা, খাবার, সংস্কৃতি, আইন ও কাজের ধারণা দেয়া হবে।
বিস্তারিত জানতে আজই আপনার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে যোগাযোগ করুন ।
মোঃ জুয়েল খন্দকার মানিক
কেন্দ্র পরিচালক
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ।
মোবাইলঃ 01746306074.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস